• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সীমান্ত খুলল পাকিস্তান:

আফগানিস্তানে জাতিসংঘ ত্রাণ যেতে দেবে ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
তোরখাম সীমান্ত দিয়ে আফগানিস্তানে ত্রাণ প্রবেশের প্রস্তুতি-ফাইল ছবি: এএফপি

পাকিস্তান সাময়িকভাবে আফগানিস্তানে জাতিসংঘের ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। অক্টোবর মাসে তোরখাম সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর এটাই প্রথমবার সীমিত আকারে সীমান্ত খোলা হলো।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ইসলামাবাদ অভিযোগ করে-তালেবান সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের আনুষ্ঠানিক অনুরোধের পর খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ জরুরি মানবিক সহায়তার কনটেইনার আফগানিস্তানে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। ত্রাণ তিন ধাপে পাঠানো হবে, তবে প্রথম ধাপের সময় এখনো নির্ধারিত হয়নি। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি।

জাতিসংঘের এক কর্মকর্তাও দ্রুত ত্রাণ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

অক্টোবরের সংঘর্ষের পর সীমান্ত পুরোপুরি বন্ধ ছিল। কেবল পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগান নাগরিকদের ফেরার অনুমতি দেওয়া হচ্ছিল। সীমান্ত বাণিজ্য, যাতায়াত বা আফগান ট্রানজিট ট্রেড এখনো চালু হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তা।

গত ১২ অক্টোবর সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় বহু আফগান ট্রাক আটকা পড়ে এবং বিপুল পরিমাণ পণ্য পচে যায়। পরে নাজুক যুদ্ধবিরতি হলেও ক্ষতি পুষিয়ে ওঠেনি। পাকিস্তান-আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে, দুই দেশের সম্মিলিত ক্ষতি ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রায় ২৫ হাজার শ্রমিক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়