• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উন্নত কোচ আনতে বাফুফেকে ফান্ড দেবে ক্রীড়া মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পি.এম.
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবলের মানোন্নয়নে উন্নতমানের কোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আর্থিক সংকটের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেক সময় উচ্চমানের কোচ নিয়োগ দিতে পারে না। এই পরিস্থিতিতে বাফুফেকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন,
“উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন বাধা না হয়—এ জন্য আমরা বাফুফেকে একটি ফান্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছি।”

উন্নত কোচের বেতন বাফুফের বার্ষিক বাজেটের সমান

উন্নত বিশ্বে একজন খ্যাতিমান কোচের বেতন বাংলাদেশের পুরো বাফুফের বার্ষিক বাজেটের সমান উল্লেখ করে উপদেষ্টা বলেন,
“আমরা এখনই হয়তো সেই পর্যায়ে যেতে পারব না। তবে অর্থ যেন ব্যারিয়ার না হয়—সে জায়গায় আমরা সহযোগিতা করতে চাই।”

ফান্ডের সম্ভাব্য উৎস

ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট সীমিত হলেও, অতিরিক্ত অর্থের উৎস হিসেবে অর্থ মন্ত্রণালয় বা তারুণ্য উৎসব ফান্ডের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য আমরা ইতিমধ্যে বাফুফেকে ১০ কোটি টাকা দিয়েছি।”

ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

বাংলাদেশ জাতীয় দলের বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি আগামী মার্চে শেষ হবে। এশিয়া কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা না থাকায় তাঁর বিদায়ের আলোচনা জোরদার হয়েছে। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন,
“এটা বাফুফের সিদ্ধান্ত। তবে ভালো কোচ আনতে আর্থিক সহযোগিতা আমরা করব—কোচ ও নারী ফুটবলারদের বেতন বৃদ্ধির ক্ষেত্রেও।”

বাফুফের আর্থিক অস্বচ্ছতা কাটছে

বাফুফের আর্থিক সংকট ও পূর্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “অনিয়মের অভিযোগের কারণে ফিফার ফান্ড বন্ধ ছিল। এখন সেটা আবার ফিরে এসেছে। সাম্প্রতিক তিন ম্যাচে বাফুফে প্রায় ৪ কোটি টাকারও বেশি আয় করেছে।”

নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন রয়েছে।

এমন পরিস্থিতিতে সীমিত সময়ের মধ্যেই তিনি বাফুফের কোচ নিয়োগ ও নারী ফুটবলারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারেন কি না—তা এখন পর্যবেক্ষণের বিষয়।

ভিওডি বাঙলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে