• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালীতে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। 

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক রিজিয়া খাতুনের স্বাক্ষর মূলে ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরীকে সভাপতি ও ব্যবসায়ী লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী সাধনপুর গ্রামের মৃত জাবের আহমদ চৌধুরী ও মাতা লায়লা বেগমের পুত্র।

লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল দক্ষিণ বরুমছড়া বেলগাঁও পুকুরিয়া এলাকার মৃত মফজল আহমদ চৌধুরীর পুত্র।

 সহ-সভাপতি গণ হলেন-বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন ও মাহমুদুল ইসলাম।

সদস্যরা হলেন- সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মাইমুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন, আবু নোমান। 

পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ৪ ডিসেন্বর ২০২৫ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ