• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পি.এম.
নির্বাচন কমিশন। সংগৃহীত ছবি

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলো প্রচারসামগ্রী (পোস্টার, ব্যানার ইত্যাদি) অপসারণ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি কার্যকর হবে এবং সেসব সামগ্রী না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরদিন থেকেই আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা বা থানায় দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং পরের দিন ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।

নির্বাচনি এলাকায় অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও জানান তিনি। তবে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত ভাতা কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না।

সানাউল্লাহ জানান, নির্বাচনি প্রক্রিয়া সংশ্লিষ্ট বিভিন্ন পরিপত্র পর্যালোচনা করা হয়েছে এবং সেগুলো রুটিন অনুসারে জারি করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশে বড় রদবদল
পুলিশে বড় রদবদল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
কোন উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : আনোয়ারুল
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি
১৬ মাসে হামলা–হুমকি–মামলার শিকার ১,০৭৩ সাংবাদিক : টিআইবি