• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারকায় ভরা বিপিএলের উপস্থাপিকার নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ভারতের রিধিমা পাঠক ও পাকিস্তানের জয়নব আব্বাস। সংগৃহীত ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) আরও জাঁকজমকপূর্ণ করতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আয়োজকরা। এবার প্রকাশ করা হলো দুই উপস্থাপিকার নামও।

এবারের বিপিএলে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট প্রেজেন্টার জয়নব আব্বাস এবং ভারতের রিধিমা পাঠক। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল কর্তৃপক্ষ।

ধারাভাষ্য প্যানেলেও থাকছে বড় চমক। রমিজ রাজা, সমন্বয় ঘোষ, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, ড্যানি মরিসন, স্যামুয়েল বদ্রি, আতাহার আলী খান, শামীম আশরাফ, মাজহার উদ্দিন অসি ও জেমি কক্স—এ সকল তারকা ধারাভাষ্যকাররা এবারের আসরে দর্শকদের মাতিয়ে রাখবেন।

আইএল টি-টোয়েন্টির ব্যস্ততার কারণে শুরু থেকেই সবাইকে পাওয়া নাও যেতে পারে। তবে আইএল টি-টোয়েন্টি শেষ হলে পুরো ধারাভাষ্য দল যোগ দেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবারের বিপিএল তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী পর্ব সিলেটে; এরপর চট্টগ্রাম হয়ে শেষপর্ব ঢাকায়। ৩৪ ম্যাচের মধ্যে সিলেট ও চট্টগ্রাম—দুটি ভেন্যুই পেয়েছে সমান ১২টি করে ম্যাচ আয়োজনের সুযোগ। আর এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেলোয়াড়দের সুরক্ষায় ফিফার নতুন নিয়ম
খেলোয়াড়দের সুরক্ষায় ফিফার নতুন নিয়ম
আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার
আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব