• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এসময় তার রেকর্ড করা ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচার করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ তফসিল ঘোষণা করবেন।

বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি তার ভাষণ রেকর্ড করেন। এরপর কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তফসিল ঘোষণার সময় নিশ্চিত করেন।

এবারের নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। তাদের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে ইসি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং একটি কক্ষে দু’টি গোপন বুথ রাখা হয়েছে।

প্রথমবারের মতো প্রবাসী ভোটার ছাড়াও দেশের ভেতরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব
তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব
সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার
সচিবালয় থেকে ৪ কর্মচারীকে গ্রেপ্তার
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট
আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন ২ ম্যাজিস্ট্রেট