তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন লঙ্ঘন করে, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।
ইসি সচিব বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যেসব বিষয় প্রাসঙ্গিক, সেগুলো আমরা বাস্তবায়ন করব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন। আমি আশাবাদী-তারা আমাদের সহযোগিতা করবে।”
পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি জানান, সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপলের জন্য পরবর্তীতে উন্মুক্ত করা হবে। তফসিল ঘোষণার পরই নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। গাজীপুর ও বাগেরহাটের সীমানা ইস্যুতে আদালতের নির্দেশনা অনুযায়ী সংশোধনের কাজ চলছে।
আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। তফসিলে গণভোট ও জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন–জমা–প্রত্যাহারের সময়সীমা, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







