• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দরপতন ও লেনদেন কমে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ ডিসেম্বর)  অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। ডিএসইর লেনদেনও কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টির, বিপরীতে ২৪৯ কোম্পানির দর কমেছে। আর ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩২ পয়েন্টে নেমেছে। এছাড়া, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১০২৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার তুলনায় কিছুটা কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিমে স্বস্তি, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম
ডিমে স্বস্তি, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম
করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে, জুলুম নয়: এনবিআর চেয়ারম্যান
করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে, জুলুম নয়: এনবিআর চেয়ারম্যান
ভ্যাট দিলেও সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা
ভ্যাট দিলেও সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা