• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ময়নাতদন্ত সম্পন্ন

হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এ.এম.
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি-সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাষ্ট্রীয় শোক পালন ও জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পন্ন হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত। এর পর মরদেহ আবারও নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে, ওসমান হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়।

এদিকে ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শনিবার। জাতায় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানকার মাঠের নিরাপত্তা নিশ্চিতে এরইমধ্যে প্রয়োজনীয় তল্লাশি শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কের নিরাপত্তায় রয়েছেন বিপুল আনসার-পুলিশ ও বিজিবি সদস্য।

এর পর সবার শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সিঙ্গাপুর থেকে শুক্রবার দেশে আনা হয় তাঁর মরদেহ। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় হাদিকে। প্রধান অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সহযোগী মো. আলমগীরও পলাতক।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল