বাংলাদেশের হাইকমিশনে হামলা নিয়ে দিল্লির বক্তব্য ‘প্রত্যাখ্যান’

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয় নাগরিকদের হামলার ঘটনা নিয়ে ভারতের প্রেস নোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।
রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “ভারতের প্রেস নোটে যা বলা হয়েছে, আমরা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। আমাদের হাইকমিশন কূটনৈতিক এলাকা, যেখানে কেউ এভাবে ঢুকতে পারবে না। ২০-২৫ জনের একটি দল এমনভাবে প্রবেশ করেছে, যা গ্রহণযোগ্য নয়।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হাইকমিশনার ও তার পরিবার হামলার সময় আতঙ্কিত হয়েছেন। নিরাপত্তার ব্যবস্থাও যথাযথ ছিল না; মাত্র দুইজন নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন। তিনি জানান, গণমাধ্যমে খবরের সঠিক প্রতিবেদন এসেছে, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে ভারতের দাবি সত্য নয়।
তৌহিদ হোসেন ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গেও উল্লেখ করেন, এটি বাংলাদেশের একটি নাগরিক হত্যাকাণ্ড এবং সংখ্যালঘুদের নিরাপত্তার সঙ্গে মিশিয়ে দেখার কোনো মানে নেই। ইতোমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে।
ঢাকা কোন ফরম্যাটে প্রতিবাদ করবে বা ভারতীয় দূতকে তলব করবে কি না– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ফরম্যাট নিয়ে আলাপ না করাই ভালো, তবে আমাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, মিশন ছোট করার বিকল্প বিবেচনা করা হবে। তবে এখনো ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি।”
ভিওডি বাংলা/জা




