• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিএনপির বর্ধিত সভায়

সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা নান্নুর অসদাচরণ

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির ডাকা দলীয় নেতাদের বর্ধিত সভায় অন্তত দশজনের অধিক সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সভাস্থলের প্রবেশদ্বারে আমন্ত্রিত সাংবাদিকরা কার্ড দেখিয়ে প্রবেশ করতে গেলে গেটে দাঁড়ানো যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু ভেতরে প্রবেশে বাধা প্রদান করেন। এসময় গণমাধ্যমকর্মীরা নিজ কর্মস্থলের আইডি কার্ড এবং আমন্ত্রণ পত্র দেখানোর পরও অনেকের সঙ্গে অসদাচরণ করেন যুবদল নেতা নান্নু।

এ বিষয়ে একযুগের অধিক সময় বিএনপির নিয়মিত সংবাদ সংগ্রহকারী একটি জাতীয় দৈনিকের সিনিয়র রিপোর্টার বলেন, গতকাল বুধবার বিএনপির মিডিয়া সেল মূলধারার গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ হস্তান্তর করেন। তারপরও নান্নু কোন হাউজে চাকরি করেন বলে জানতে চেয়ে আমাকে সাইডে দাঁড় করিয়ে রাখেন। এই রিপোর্টার বলেন, আমি কোন গণমাধ্যমে আছি তা নিশ্চিত করেই মিডিয়া সেল আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। যুবদল নেতা নান্নু যে ব্যবহার আমাদের সঙ্গে করেছেন তা লজ্জাকর এবং অসম্মানজনক।

দেশের একটি প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালের জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, আমি সভায় প্রবেশের মুখে আমন্ত্রণ পত্র দেখিয়ে ঢুকতে গেলে যুবদল নেতা আমাকে বাঁধা দেন এবং আমি গণমাধ্যমকর্মী পরিচয় দিলেও আমাকে সাইডে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির জাহিদ বিষয়টি অবলোকন করেন। পরে সুলতান সালাউদ্দিন টুকু এবং ডা. রফিকুল ইসলামের হস্তক্ষেপে আমাকে সভাস্থলে যেতে দেওয়া হয়।

দেশের একটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র রিপোর্টার জানান, আমি যখন ক্যামেরা নিয়ে প্রবেশ করে তখন দেখি আমার পিছনে থাকা কয়েকজন সাংবাদিকদের কার্ড দেখানোর পরও ভিতরে ঢুকতে দিচ্ছেন না যুবদল নেতা নান্নু। পরে আমি গিয়ে সে সব সাংবাদিকদের বিষয়ে অনুরোধ করলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন যুবদল নেতা নান্নু।

খোঁজ নিয়ে জানা যায়, এই যুবদল নেতা যখন কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বরিশাল বিভাগীয় টিম প্রধান ছিলেন তৃণমূলের কমিটি গঠনকে কেন্দ্র ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ আসে। বিগত আন্দোলন সংগ্রামে তার রাজপথের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন খোদ যুবদলের নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির
সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির
ডিআরইউতে মবের চেষ্টা ও আ’লীগ আমলের আইন নিয়ে উদ্বেগ
ডিআরইউতে মবের চেষ্টা ও আ’লীগ আমলের আইন নিয়ে উদ্বেগ