• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কোহলির ক্রাশ এখন দুই ছেলের মা

   ৭ মার্চ ২০২৫, ০৩:০৫ পি.এম.

স্পোর্টস ডেস্ক: 

জোরেশোরে উঠেছিল সারা-জেন ডায়াসের নাম। কখনও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, আবার কখনও সানজানা গালরানির নামও জুড়েছিল। ব্রাজিলের অভিনেত্রী ইজাবেল লেইতের সঙ্গেও নাকি চুটিয়ে প্রেম করেছিলেন বিরাট কোহলি। খোদ কোহলি একবার শুনিয়েছিলেন ক্রাশের গল্প। যিনি এখন দুই বাচ্চার মা।

ততদিনে নিজের নামও ছড়িয়ে পড়েছে। ক্রিকেট দিয়ে জাত চিনিয়ে যাচ্ছিলেন কোহলি। জাতীয় দলের হয়ে রানের বন্যা ছোটাচ্ছেন, ঘরোয়াতে দেখাচ্ছেন দাপট এবং আইপিএলে হচ্ছিলেন বিধ্বংসী। ২০১২ সালে উড়ন্ত কোহলিকে জিজ্ঞেস করা হলো—পছন্দের বলিউড অভিনেত্রী কে? কোনো সময়ক্ষেপন না করেই কোহলি একটি নাম জানিয়েছিল, যিনি বলিউডে তেমন কোনো বড় হিরোইন নন।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের সেই সাক্ষাৎকারে বলিউডের সেই নায়িকাকে ‘কিউট’ বলে আখ্যা দিয়েছিলেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পার্টি চলাকালে কিং কোহলির কাছে প্রশ্ন আসে, এমন এক অভিনেত্রীর নাম নিতে, যাকে তিনি ক্রিকেট খেলতে দেখতে চান। কোহলি বলেন,জেনেলিয়া ডি’সুজার নাম।

এত বড় বড় অভিনেত্রী থাকতে কোহলি কেন জেনেলিয়াকে বেঁছে নিলেন? কোহলি এবারও দেন সপাট জবাব, ‘কারণ ও কিউট।’ কোহলির সেই বক্তব্য আলোচনার খোরাক জুগিয়েছিল। ২০১২ সালে ওই ঘটনার পর কোহলির ক্রাশ বিয়েও সেরে নেন। অভিনয় থেকেও নেন লম্বা বিরতি। এরপর জল গড়িয়েছে বহুদূর।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে সেবছরই বিয়ে করেন জেনেলিয়া। বলিউডের এখন অবধি তাদের সম্পর্ক টিকে আছে। দুজনকে বলা হয় পাওয়ার কাপল। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির সেট থেকে রীতেশ-প্রেম শুরু। এই দম্পতির ঘরে এখন দুটি ছেলে। বড় ছেলে রিয়ানের জন্ম হয় ২০১৪ সালে এবং ছোট ছেলে রাহিলের ২০১৬ সালে।

ক্রাশের দুটি সন্তান হওয়ার পর বিয়ে করেন কোহলিও। এবারও সেই বলিউডের নায়িকা। ২০১৭ সালে ইতালিতে আনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছাড় বাঁধেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। তাদের ঘরেও এখন দুটি সন্তান। ২০২১ সালে মেয়ে ভামিকার, গতবছর জন্ম নেয় ছেলে অকায় কোহলি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা