• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

   ১৬ মার্চ ২০২৫, ০৩:৩৫ পি.এম.

স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারীদের দেয়া ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

রোববার (১৮ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রতিপক্ষ বোলারদের তোপে একদমই সুবিধা করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা।

নতুন শুরুর আশায় বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। এই দলে রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে দলীয় ১১ রানেই চার টপ অর্ডারকে হারিয়ে ভেঙ্গে পড়ে তারা। দুই ওপেনার হারিস ও নেওয়াজ সাজঘরে ফেরেন শুন্য রানে। এরপর ৪৬ রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামাল দেন খুশদিল শাহ ও আগা সালমান।

তবে সালমানকে ফিরিয়ে পথের কাটা হয়ে দাড়ান সোধি। এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে খুশদিল শাহর ৩২ ও জাহানদাদ খানের ১৭ ছাড়া কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কের রানে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম ৯১ রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়ে পাকিস্তান।

কিউইদের পক্ষে মাত্র ১৪ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন জ্যাকব ডাফি। এছাড়া ৮ রান দিয়ে ৩টি উইকেট পান কাইল জেমিসন।

জবাবে, ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা গড়ে কিউইরা। দুই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৩ রান। আবরার আহমেফের আগে সাজঘরে ফেরার আগে টিম সেইফার্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস।

আর কোনো উইকেট না হারিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। আগামী মঙ্গলবার ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক