• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

   ১৭ মার্চ ২০২৫, ১২:৩৪ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক 

বাংলাদেশের ফুটবল দলের হয়ে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তার আগমনের খবরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হয়েছিল ভক্ত-সমর্থকদের মিলনমেলায়।

সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট বিমানবন্দরে নামেন হামজা। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাতভর যাত্রা শেষে তিনি পৌঁছান মাতৃভূমিতে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় তাকে, সঙ্গে ছিলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও।

হামজাকে এক ঝলক দেখতে বিমানবন্দরের বাইরে ছিল হাজারো মানুষের ভিড়। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই এসেছিলেন তার এক নজর পাওয়ার আশায়। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে, যা তার আগমনের মুহূর্তেই স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে ব্যক্তিগত সফরে একাধিকবার বাংলাদেশে এলেও এবার এসেছে এক বিশেষ উপলক্ষে—প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার জন্য। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার মা, স্ত্রী ও সন্তানরা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করেই হামজা রওনা হন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে, যেখানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। পুরো এলাকা তার আগমনের আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে।

সেখানে একদিন কাটানোর পর মঙ্গলবার ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই ইংল্যান্ড-প্রবাসী ফুটবলার। সব ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে পারে তার, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য হতে পারে এক ঐতিহাসিক মুহূর্ত।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক