• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেকর্ড জয়ে সিরিজ জিইয়ের রাখলো পাকিস্তান

   ২১ মার্চ ২০২৫, ০৭:০৬ পি.এম.

ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচ হেরে যখন সিরিজ হাতছাড়া হওয়ার দশা, সেখানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর পাকিস্তান যেভাবে ঘুরে দাঁড়ালো, তা আহত বাঘের আক্রমণ মনে হতে পারে। দুইশ’র বেশি রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় তুলো নিলো পাকিস্তান। তবে কাজটি করেছেন পাকিস্তানের এক ‘অখ্যাত’ ব্যাটার।

শুক্রবার (২১ মার্চ) অকল্যান্ডে তৃতীয় টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের ৪৪ বলে ৯৪, অধিনায়ক মাইকেল ব্রাসওয়েল ১৮ বলে ৩১ রানে ২০৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। অবশ্য বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় কিউইরা।

নিউছিল্যান্ডের ২০৫ রানের জবাবে দিতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ২০ বলে ৪১ রান করে আউট হন পাকিস্তান ওপেনার। অপরপ্রান্তে অকল্যান্ডে শুরু থেকেই ডিনামাইটের মতো আছড়ে পড়তে থাকেন ‘অখ্যাত’ হাসান নাওয়াজ। ৪৫ বলে ১০৫ রানের (১০ চার ও ৭ ছক্কা) হার না মানা এক ইনিংস খেলেন তিনি। 

তাকে সঙ্গ দেন সালমান আগা। তিনি খেলেন ৩১ বলে ৫১ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে দুইশোর বেশি রান তাড়া করে সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড এটি। স্কোয়াডে রিজওয়ান, বাবরদের না থাকার যে শূন্যতা, তা এদিন একই পূরণ করে ম্যাচ সেরা হয়েছেন হাসান নাওয়াজ। সিরিজ নির্ধারণে এখন দুটি ম্যাচ বাকি। পরের ম্যাচ ২৩ মার্চ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক