• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বলিভিয়ায় খনি দুর্ঘটনায় ৫ জন নিহত

   ২৮ মার্চ ২০২৫, ১২:২১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

বলিভিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে একটি খনিতে ধসের ঘটনায় পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রাজধানী লা পাজ থেকে ১৪৯ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশ কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুডো বলেন, শিগগিরি এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দেশটির খনি নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

এর আগে, চলতি মাসের শুরুতে বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত এবং ৩৯ জন আহত হন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার