• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদে ঢাকাবাসীর নিরাপত্তায় ৬৬৭ টহল টিম ও ৭১ চেকপোস্ট

   ২৯ মার্চ ২০২৫, ০৩:৪৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ঈদ উপলক্ষে ঢাকাবাসীর নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে বসানো হয়েছে ৭১টি পুলিশি চেকপোস্ট। এছাড়া ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে চলবে বিশেষ অভিযান। 

শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, ট্রেন,বাস, লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতার না করতে পারে, সে জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ঈদকে সামনে রেখে জাল টাকা রোধে ডিবি সক্রিয় রয়েছে। 

আসন্ন উৎসবকে ঘিরে যেন অনলাইনে কোনো গুজব না ছড়ায়, সেদিকে ডিবির সাইবার টিম কাজ করছে বলেও জানান তিনি। পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় দৃড় বলে জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া