• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

   ১২ এপ্রিল ২০২৫, ০১:১৭ পি.এম.

আন্তর্জাতিক ডেস্কঃ 

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন গিয়াসের দুই ছেলে সিয়াম (১২) ও রায়হান (১০)।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার ইসোয়াতিনি শহরে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত গিয়াস ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামের মৃত হাজী শফিউল্লাহ মিয়ার ছেলে।

শনিবার(১২ এপ্রিল) সকালে নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই দাউদ মিয়া জানান, ২০০৯ সাল থেকে ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বাস করছেন গিয়াস। সেখানে ব্যবসা করতেন তিনি। দুর্ঘটনার আগে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই শহরের অবস্থিত জার্মানির ভিসা সেন্টার গিয়ে আবেদন শেষ করে প্রাইভেটকারে যোগে ফিরছিলেন তারা। এ সময় লরির চাপায় গিয়াস ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয় তার দুই ছেলে।

দাউদ মিয়া বলেন, ‘কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে গিয়াসের বিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। আমরা সাত ভাই। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সবার ছোট ভাই ইউসুফ মিয়া দক্ষিণ আফ্রিকায় আততায়ীদের গুলিতে প্রাণ হারায়। এখন আরেক ভাইও মারা গেল।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
প্রথম বারের মতো বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান