• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৩ অভিযোগের তদন্তে বিসিবিতে দুদক

   ১৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভিন্ন রকমের ব্যস্ততা। সাধারণত হোম অফ ক্রিকেটে খেলাটাই হয় ব্যস্ততার সবচেয়ে বড় কারণ। কিন্তু আজকের ব্যস্ততা ছিল মিরপুরে দুর্নীতি দমন কমিশনের অভিযান নিয়ে।

আজ মঙ্গলবার(১৫ এপ্রিল) দুপুর ১২টায় বিসিবিতে এসে হাজির হন দুদকের কর্মকর্তারা।

প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অভিযান। সেখানে কর্মকর্তারা তাদের তদন্ত চালিয়ে গেছেন। কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান, তা দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান পরিষ্কার করেন অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে।

আজকের এ অভিযান মূলত তিনটি অভিযোগের পরিপ্রেক্ষিতে চালানো হয়েছে। অভিযোগ তিনটি হলো– তৃতীয় বিভাগের বাছাইপর্বের ফি ও দলগুলোর অংশগ্রহণকে নিয়ে, সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের অধীনে বিপিএলের টিকিট বিক্রিও ছিল আজকের অভিযানের এজেন্ডায়। ছিল মুজিববর্ষের আয়োজনে অর্থ ব্যয় ও অর্থ তছরুপের অভিযোগও।

এর আগে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নামে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।

দুদক জানায়, এই অভিযান শুধুই তাদের তথ্য সংগ্রহের জন্য। তাদের যাচাই-বাছাই চলবে আগে। তা শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের কাছে। সেখান থেকে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন সে সংবাদ সম্মেলনে। এ অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে তদন্ত শেষের আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে সম্মত হননি।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক