• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

   ২১ এপ্রিল ২০২৫, ০৪:১২ পি.এম.
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের মহারথী সৌরভ গাঙ্গুলী গত কয়েক বছর ধরে টিভি পর্দাতেও মহারথী হিসেবেই নিজের পরিচয় ধরে রেখেছেন। তার শো ‘দাদাগিরি’ এখনও তুমুল জনপ্রিয় একটি শো।

সম্প্রতি মুক্তি পাওয়া নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর একটি প্রচারমূলক প্রোমোতে নজর কাড়েন তিনি। ভারতের সাবেক এই অধিনায়ক নিজের জীবনের নানা দিক নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মুখ খোলেন। সেখানে উঠে আসে ক্রিকেটজীবন, রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা, অভিনয়ে অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনার মতো বিষয়গুলো।

সাক্ষাৎকারে সৌরভকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কি না?  জবাবে সৌরভ সাফ জানিয়ে দেন রাজনীতিতে আগ্রহী নন। তিনি বলেন, 'কোনো দিন রাজনীতি করিনি, কোনো দিন রাজনীতিতে আসবও না। বিশ্বাস করুন, রাজনীতি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। অন্যদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন। কিছু বিষয় নিয়ে হয়তো আলোচনা করেন। একসঙ্গে বসে কথা বলতে বলতে বা কোনো অনুষ্ঠানে গেলে ছবি উঠে। সেই ছবি ছাপা হলেই আমার রাজনীতিতে যোগদান নিয়ে কাগজে ছাপা হয়। চর্চা বাড়ে।'

দাদাকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলির মতো আপনার স্ত্রী যদি নায়িকা হতেন এবং তিনি অভিনয় চালিয়ে যেতেন, তা হলে কি বেশি চ্যালেঞ্জিং হত? এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন, ‘নায়িকা বউ মানেই বিচ্ছেদ, আর সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে হলে বিচ্ছেদ হবে না—এ কথা কে বলেছে? তা হলে তো ঘরে-ঘরে এত বিচ্ছেদ হতো না! রোজ কত বিয়ে ভাঙে। প্রত্যেকের স্ত্রী-ই কি নায়িকা? এটা স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া। সেটা সঠিক থাকলেই সব ঠিক। তা ছাড়া, তারকাদের বিচ্ছেদ নিয়ে কত ভুয়া খবর রটে জানেন?'
উদাহরণ টেনে সৌরভ বলেন, ‘যেমন, বীরেন্দ্র শেবাগ। স্বামী-স্ত্রীতে দিব্যি আছেন। কোনো বিচ্ছেদ হয়নি। অকারণ ওদের বিচ্ছেদের খবর লিখে সংবাদমাধ্যম সাড়া ফেলে দিল।’

সাক্ষাৎকারে স্ত্রী ডোনার সঙ্গে ২৮ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়ে সৌরভ আরও বলেন, 'আমরা খুব সহজ জীবনযাপন করি। আর পাঁচ জন বাঙালি যেভাবে ঘর-সংসার করেন। মাথা ঠান্ডা রাখি। ব্যস্ততার চোটে রাগ করার ফুরসতও পাই না। অন্য দিকে, ডোনাও খুবই শান্ত। খুব ধৈর্য ওর। ঠান্ডা মাথার মেয়ে। ভীষণ ভাল। ফলে, আমাদের সে রকম কোনো সমস্যা হয় না।'

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক