• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে ভারতের নাম প্রত্যাহার

   ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পি.এম.

স্পোর্টস ডেস্ক
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পিছিয়ে নেই পাকিস্তানও। 

এর মধ্যেই এবার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদে খেলতে যাবে না ভারতীয় দল। আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে ভারত দল পাঠাবে। কিন্তু পেহেলগামে হামলার পর সেই সিদ্ধান্তে বদল হয়েছে। 

পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানিয়েছেন, ২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানিয়েছিল, ২২ খেলোয়াড়সহ ৩০ জনের দল তারা পাঠাবে। আব্দুল আরও জানিয়েছেন, ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাচ্ছে না। হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেটের দরজা বন্ধ হয়ে গেছে। আইসিসি ও এশীয় স্তরের প্রতিযোগিতায় শুধু দুই দেশ মুখোমুখি হয়। এবারের কাশ্মিরে হামলার ঘটনায় সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে এসেছে পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে যায়নি। এশিয়া কাপ ও সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলা হয়েছে। ফলে ঠিক হয়েছে, পাকিস্তানও আর ভারতে ক্রিকেট খেলতে আসবে না। তার মাঝেই পাকিস্তানে আয়োজিত আরও একটি প্রতিযোগিতা থেকে নাম তুলল ভারত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক