• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অবসর প্রসঙ্গে যা বললেন ধোনি

   ৮ মে ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ভরে গিয়েছিল হলুদ জার্সিতে। হঠাৎ করে গ্যালারি দেখলে মনে হতেই পারে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলা ছিল। সেই হলুদ জার্সিতে ভরা ইডেনে মহেন্দ্র সিংহ ধোনি নিজেই তুললেন অবসরের কথা।

এ বারের আইপিএলে খুব বেশি ম্যাচ জেতেনি চেন্নাই। জয় পেয়েছে মোটে তিনটি। আইপিএল থেকে ইতোমধ্যে ছিটকে গিয়েছে চেন্নাই। সেই দলের অধিনায়ক ধোনি কয়েক ম্যাচ আগে বলেছিলেন, তারা আগামী আইপিএলের ভাবনা শুরু করে দিয়েছেন।

বুধবার ধোনি বলেন, এখনো অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কিনা। বছরে মাত্র দু’মাস খেলি। এবারের আইপিএল শেষ হলে আগামী ছ’আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব। আমার শরীর এই চাপ নিতে পারছে কিনা, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালোবাসাটা অপূর্ব।

এদিন কলকাতার বিপক্ষে ব্যাট হাতে ১৮ বলে ১৭ রান করেন ধোনি। তার ইনিংসে একটি মাত্র ছক্কাও রয়েছে। সেটি মারেন শেষ ওভারে। তার আগে পর্যন্ত শিভম দুবেকে খেলিয়ে যাচ্ছিলেন। বুঝতে পারছিলেন, দলকে জেতাতে হলে শিভমকে প্রয়োজন। ৪০ বলে ৪৫ রান করেন শিভম। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। অভিজ্ঞ ধোনি সেই কাজটা করেন।

ম্যাচ শেষে ধোনি বলেন, এই নিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসেবে শেষ করতে পেরে ভালো লাগছে। এবার অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে। আগামী বছরের জন্য আমাদের দল তৈরি করতে হবে। বুঝতে হবে দলের কোন ব্যাটার কোন জায়গায় খেলতে পারবে, কোন বোলার কোন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এই ক্রিকেটারদের নিয়েই পরের মৌসুমে খেলতে হবে। অনুশীলনে দেখতে হবে সবাইকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা