• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ডিইউজের বিবৃতি

সাংবাদিকদের ৬ দিন ছুটি ও ২৮ মে’র মধ্যে বেতন-ভাতা প্রদানের দাবি

   ১৯ মে ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৮মে'র মধ্যে সংবাদকর্মীদের বেতন, উৎসব ভাতা পরিশোধ ও ঈদের ছুটি ৬ দিন নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 

সোমবার (১৯ মে) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ২৮মে'র মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন আনন্দময় করতে এবারের ঈদের ছুটি ছয় দিন নির্ধারণেরও দাবি জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক- কর্মচারীদের বেতন ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা
সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির
সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির
ডিআরইউতে মবের চেষ্টা ও আ’লীগ আমলের আইন নিয়ে উদ্বেগ
ডিআরইউতে মবের চেষ্টা ও আ’লীগ আমলের আইন নিয়ে উদ্বেগ