• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফিরে গেলো কলকাতায়

শাহজালালে নামতে পারেনি যুবাদের বহনকারী বিমান

   ২০ মে ২০২৫, ০৮:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

বৈরী আবহাওয়া কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে বিমানটি কলকাতায় ফিরে গেছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

জানা গেছে, অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলাররা ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ইন্ডিগো এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিমানটির ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে অনেকক্ষণ চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি কলকাতায় ফিরে যায়।

বাফুফের বার্তায় বলা হয়, বৈরী আবহাওয়া কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ মে অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নেয় বাংলাদেশ। সেখানে নির্ধারিত সময় ম্যাচ ১-১ সমতায় থাকলেও টাইব্রেকারে হৃদয় ভাঙে বাংলাদেশ। পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক