• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই

   ২২ মে ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

মুস্তাফিজুর রহমান শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন রোহিত শর্মাকে, দেন মাত্র ৩ রান। তবে শুরুটা যতটা ভালো হয়েছিল, এরপর আর তেমন ছন্দে থাকতে পারেননি এই বাঁহাতি পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

কিন্তু তার দল দিল্লি ক্যাপিটালস পারেনি জয়ের মুখ দেখতে। ঘরের মাঠে ৫৯ রানে হার মানতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই। অন্যদিকে এই পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে দিল্লি।

টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দিল্লি। ব্যাট হাতে সূর্যকুমার যাদব দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া রায়ান রিকেলটন করেন ২৫, উইল জ্যাকস ২১ এবং নামান ধির ৮ বলে অপরাজিত ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই সংগ্রহ করে ১৮০ রান।

জবাবে দিল্লির ইনিংস ধসে পড়ে দ্রুতই। লোকেশ রাহুল ১১, সামির রিজভি ৩৯, ভিপরাজ নিগম ২০ এবং আশুতোষ শর্মা ১৮ রান করলেও বাকিরা একেবারেই ব্যর্থ। ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজ ফিরেন শূন্য রানে, বোল্ড হন জাসপ্রিত বুমরাহর বলে।

এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থেকেই বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন
সিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের প্রত্যাবর্তন
বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল
বাহরাইনে পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ যুব দল
ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব
ভারত-পাকিস্তান ম্যাচ: এশিয়া কাপে ২ হাজার কোটির হিসাব