• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ

   ২৪ মে ২০২৫, ০৯:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর পরষ্পরবিরোধী অবস্থান, টানা অবরোধ-আন্দোলন, প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরসহ নানাবিধ আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনার ভিত্তিতে উদ্ভূত সমস্যার সমাধানের দাবি উঠেছিল বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে। অবশেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে আলোচনায় বসছে দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত।

শনিবার (২৪ মে) বিকাল ৪টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে জামায়াতের সঙ্গে সাক্ষাত হবে বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

গত কয়েকদিনের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করার ইচ্ছা উপদেষ্টা পরিষদকে জানান। 

বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখপ্রকাশ করেন।

অন্যদিকে জাময়াত সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না।

সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সভা শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও জানিয়েছে সূত্রটি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ