• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রণো মুখোপাধ্যায় আর নেই

   ২৯ মে ২০২৫, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতীয় নির্মাতা রণো মুখোপাধ্যায় মারা গেছেন। ৮৩ বছর বয়সে গতকাল বুধবার মুম্বাইয়ে তাঁর মৃত্যু হয়। এনডিটিভি জানিয়েছে, হৃদ্‌রোগে এই নির্মাতা মারা গেছেন। গতকালই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রণো মুখোপাধ্যায়ের মেয়ে শর্বাণী মুখোপাধ্যায়ও একসময় অভিনয় করতেন। এ ছাড়া রণো মুখোপাধ্যায় সম্পর্কে অভিনেত্রী কাজল, তানিশা মুখোপাধ্যায়, রানী মুখোপাধ্যায় ও নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের চাচা।

রণো মুখোপাধ্যায় ‘হায়ওয়ান’ (১৯৭৭) ও ‘তু হি মেরি জিন্দেগি’ (১৯৬৫) ছবির জন্য পরিচিত ছিলেন। তাঁর শেষকৃত্যে পরিবারের সদস্যদের মধ্যে তনুশ্রী মুখোপাধ্যায় ও নির্মাতা অয়ন মুখোপাধ্যায়কে দেখা গেছে।

তবে নতুন সিনেমা ‘মা’-এর প্রচারে ব্যস্ত থাকায় ছিলেন না কাজল। অন্যান্য বলিউড তারকার মধ্যে নির্মাতা আশুতোষ গোয়ারিকরও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। দেব মুখোপাধ্যায়ের মেয়ে সুনীতা গোয়ারিকরের স্বামী আশুতোষ।

চলতি বছর এ নিয়ে মুখোপাধ্যায় পরিবারের দ্বিতীয় প্রবীণ ব্যক্তির মৃত্যু হলো। গত ১৪ মার্চ মৃত্যু হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথিবীকে বিদায় জানালেন হিরো আলম
পৃথিবীকে বিদায় জানালেন হিরো আলম
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল