• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পোল্যান্ডের প্রেসিডেন্ট হলেন ক্যারল নওরোকি

   ২ জুন ২০২৫, ০৫:১১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডানপন্থী প্রার্থী ক্যারল নওরোকি।

রোববার (১ জুন) অনুষ্ঠিত শেষ দিনের ভোটে তিনি ইইউ-পন্থী প্রার্থী রাফাল ত্রজাস্কোস্কিকে অল্পের জন্য পরাজিত করেছেন।

দেশটির জাতীয় নির্বাচন কমিশনের মতে, নওরোকি ৫০.৮৯% ভোট পেয়েছেন, আর ত্রজাস্কোস্কি পেয়েছেন ৪৯.১১% ভোট।

নির্বাচনে ভোটদানের হার ছিল ৭১.৬৩%, যা সাম্প্রতিক পোলিশ নির্বাচনে সর্বোচ্চ। ত্রজাস্কোস্কি প্রধান শহরগুলোতে শক্তিশালী ফলাফল দেখিয়েছেন। নওরোকি গ্রামীণ এলাকা এবং বয়স্ক ভোটারদের মধ্যে এগিয়ে রয়েছেন।

বিরোধীদল ল অ্যান্ড জাস্টিস পার্টির (পিআইএস) সমর্থিত নওরোকি 'ক্যাথলিক মূল্যবোধ', 'বৃহত্তর জাতীয় সার্বভৌমত্ব' এবং 'ইইউর সাথে পোল্যান্ডের সম্পর্ক পুনর্বিন্যাসের' একটি প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বিতা করেন।


তিনি ইনস্টিটিউট অফ ন্যাশনাল রিমেমব্রেন্সের নেতৃত্ব দেন, যা একটি রাষ্ট্র-নিয়ন্ত্রিত গবেষণা কেন্দ্র। এটি পোলিশ ইতিহাস প্রচার এবং নাৎসি দখলদারিত্ব ও সমাজতান্ত্রিক যুগ উভয় সময়ে পোল্যান্ডে সংঘটিত অপরাধ তদন্তের জন্য পরিচিত।

গত মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নওরোকি। সাক্ষাতের পর তিনি পোলিশ মিডিয়াকে বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তুমি জিতবে।'

রাফাল ত্রজাস্কোস্কি দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের নাগরিক জোটের একজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ইইউর সাথে সম্পর্ক জোরদার, বিচারিক সংস্কার এগিয়ে নেওয়া, গর্ভপাতের বিধিনিষেধ শিথিল করা এবং এলজিবিটিকিউ দম্পতিদের জন্য নাগরিক অংশীদারিত্ব চালু করার জন্য প্রচারণা চালিয়েছিলেন।

উভয় প্রার্থীই ট্রাম্পের 'ন্যাটোতে ইউরোপের আরও অবদান রাখার' আহ্বানে সাড়া দিয়ে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। তারা উভয়েই ইউক্রেনকে অব্যাহত সহায়তাকে সমর্থন করেন।

তবে, ত্রজাস্কোস্কি ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে সমর্থন করেন এবং এটিকে পোল্যান্ডের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

তবে নওরোকি বলেছেন, তিনি এটি অনুমোদন করবেন না। নির্বাচিত প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, এটি ন্যাটো জোটকে রাশিয়ার সাথে যুদ্ধে টেনে আনতে পারে।

এর আগে গত শুক্রবার শেষ প্রচারণায় অংশ নেওয়ার সময় নওরোকি বলেন, 'পোল্যান্ডের এমন একজন প্রেসিডেন্ট প্রয়োজন, যিনি সংবিধান এবং আমাদের মূল্যবোধ রক্ষা করবেন।' তিনি সমর্থকদের বলেন, তিনি 'একটি আধুনিক ইউরোপীয় পোল্যান্ডের স্বপ্ন দেখেন, যা স্বাধীনতা এবং আইনের শাসন রক্ষা করে।'

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত