• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফারুকের রিট বাতিল করেছে হাইকোর্ট

   ২ জুন ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালকের পদে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এ কে এম আজাদ হোসেন জানান, আদালত রিটটি আপাতত কার্যতালিকা থেকে বাদ দিলেও, এটি অন্য কোনো বেঞ্চে উপস্থাপনের সুযোগ থাকবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে ১ জুন হাইকোর্টে রিটটি দায়ের করেন বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ, যা সোমবার ২৮ নম্বর ক্রমিকে কার্যতালিকায় ওঠে। রিটে দাবি করা হয়, ২৯ ও ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করতে। পাশাপাশি ওই সিদ্ধান্তগুলোর কার্যক্রম স্থগিত রাখারও আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ২৯ মে এনএসসি ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে। এরপরদিনই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এনএসসি বিসিবির পরিচালনা পর্ষদে ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে অন্তর্ভুক্ত করে। পরে পরিচালকদের ভোটে ফারুক আহমেদ বোর্ড সভাপতি নির্বাচিত হন।

এই রিটের ভবিষ্যৎ পরিণতি এখনো অনিশ্চিত, তবে বোঝা যাচ্ছে বিসিবির নেতৃত্ব নিয়ে আইনি লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক