• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজনীতিবিদদের পথ দেখাবেন লেখকরা: স্বপন

   ২ জুন ২০২৫, ০৭:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

লেখকরা রাজনৈতিক বয়ান তৈরি করবেন। তাদের লেখায় উঠে আসবে একটি জাতির সামাজিক-রাজনৈতিক দর্শন। সেই দর্শনের আলোকে রাজনৈতিক কর্মীরা পথ চলবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে অনুষ্ঠিত লেখক সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

রোববার (১ জুন) বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাপরিসরের আয়োজনে এই লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। 

বাংলাপরিসরের প্রধান সম্পাদক মাহবুব নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই লেখক সমাবেশে আলোচনায় অংশ নেন সাংবাদিক ও শিশুসাহিত্যিক এনায়েত রসুল, প্রকাশক সাঈদ বারী, লেখক-একটিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, লেখক-গবেষক কালাম ফয়েজী, সাংবাদিক সাবরিনা শুভ্রা, ছাড়াকার আতিক হেলাল, লেখক আহমেদ ফারুক, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, গবেষক-লেখক মাহদী উল মোর্শেদ, লেখক ও গবেষক জেড এইচ দুর্জয়, জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম মহি উদ্দিন কলি, বাংলাপরিসরের সম্পাদক দীপান্ত রায়হান, নির্বাহী সম্পাদক কবি সানাউল্লাহ সাগর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনকে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের প্রচলন করেছেন। নতুন কুঁড়ির মাধ্যমে শিল্পী অন্বেষণ কার্যক্রম, শিশু একাডেমি প্রতিষ্ঠা বাংলাদেশের সৃজনশীল প্রজন্ম গঠনে অপরিসীম ভূমিকা রেখেছে। তাঁর দৃষ্টিভঙ্গি ও উদ্যোগকে প্রতিষ্ঠা করতে পারলে দেশের সাংস্কৃতিক অঙ্গন আরো বিকশিত হবে।

বাংলাপরিসরের প্রধান সম্পাদক মাহবুব নাহিদ বলেন, লেখক-শিল্পীরা কেবল শিল্পসাধনায় নিয়োজিত থাকবেন না। মানুষের অধিকার আদায়ের লড়াইয়েও তাঁরা সামিল হবেন। বাংলাপরিসর সেই উদ্দেশ্য সামনে রেখেই পথ চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী
মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী
১৭ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের বইমেলা
১৭ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের বইমেলা
নীরবতা
নীরবতা