• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কাদের সাথে হাত মেলাবেন না তামিম

   ৬ জুন ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিস্ফোরক বিবৃতিতে তামিম স্পষ্ট জানিয়ে দেন, যারা তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন কিংবা তাকে ঘায়েল করার উদ্দেশ্যে ‘হাত’ করতে চেয়েছেন, তাদের সঙ্গে তিনি কখনোই সমঝোতায় যাবেন না।

তামিম তার অফিসিয়াল ফেসবুকে দেওয়া বার্তায় বলেন, ‘যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে ‘হাত’ করার জন্য, সেই মানুষগুলোকে বলছি—আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না। আমি যদি কখনও ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধু ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’

তামিমের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন চন্ডিকা হাথুরুসিংহে ইস্যুতে বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই রিপোর্টে হাথুরুসিংহের সঙ্গে ক্রিকেটার নাসুম আহমেদের একটি বাকবিতণ্ডা ও তথাকথিত চড় মারার ঘটনা বড় ইস্যু হিসেবে উঠে এসেছে। শোনা যাচ্ছে, হাথুরুসিংহেকে কোচের পদ থেকে সরানোর পেছনে এই ঘটনাই প্রধান কারণ ছিল। এই তথ্যই তদন্ত কমিটিকে জানিয়েছিলেন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সাকিব আল হাসান।

কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সাকিব কমিটিকে আরও বলেন, ওই ঘটনা গণমাধ্যমে ফাঁস হয় তামিম ইকবাল এবং বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির তৎকালীন চেয়ারম্যান জালাল ইউনুসের মাধ্যমে। যদিও তামিম সেই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া—এই দুইয়ের মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কিছু বলিনি।’

তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি এবং তথ্য ফাঁস সংক্রান্ত কোনো প্রশ্নও তারা আমাকে করেনি। কারণ, তখন তো আমি দলে ছিলাম না! যদি তদন্ত কমিটির কাছেও এটি গুরুত্বপূর্ণ মনে হতো, তারা নিশ্চয়ই আমাকে একবার হলেও প্রশ্ন করতেন।’

এই বিবৃতির মাধ্যমে তামিম পরিষ্কার করে দিয়েছেন, ব্যক্তিগত অভিযোগ আর তদন্ত রিপোর্টের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যারা রাজনৈতিকভাবে লাভবান হতে চাচ্ছেন, তিনি তাদের সঙ্গে কখনোই আপস করবেন না।

সাবেক এই ওপেনার কথার শেষে আবারও জোর দিয়ে বলেন, ‘এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদের আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।’

তামিমের এই বক্তব্য বাংলাদেশ ক্রিকেটের অস্থির অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় ইঙ্গিত বহন করে। সাকিব-তামিম দ্বন্দ্ব, বোর্ড পরিচালকদের ভূমিকা এবং গোপন তথ্য ফাঁসের অভিযোগ সবমিলিয়ে পরিস্থিতি স্পষ্টতই উত্তপ্ত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক