• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেলেন কাতার জাতীয় দলে!

   ৮ জুন ২০২৫, ০৩:৫৫ পি.এম.
সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে গর্বের খবর। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাবিল ইরফান ডাক পেয়েছেন কাতার জাতীয় ফুটবল দলে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবল জাতি কাতার তাদের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের উজবেকিস্তান ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এই তরুণ ফুটবলারকে রেখেছে।

কাতার ফুটবল দলের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যে ক্যাম্পের ঘোষণা দিয়েছেন, সেখানে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী নাবিল। মূলত রাইট ব্যাক হিসেবে খেলা এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও পারদর্শী।

২০২১ সাল থেকে কাতারের স্টারস লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলছেন নাবিল ইরফান। দক্ষতা আর পরিশ্রম দিয়ে দ্রুতই ক্লাবটির মূল একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। এর আগে কাতার অনূর্ধ্ব-২৩ দলেও নিয়মিত খেলেছেন।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিলের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার ঝড়। অনেকেই এই তরুণের উত্থানকে দেখছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার গল্প হিসেবে।

নাবিলের মতো আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরেছেন। হামজা চৌধুরী, শামিত সোম কিংবা ফাহামিদুল ইসলাম ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলে এসেছেন। বাফুফে এখন প্রবাসী প্রতিভা অন্বেষণে আগ্রহী।

নাবিল ইরফানের এই অর্জন শুধু তার নিজ জেলার জন্য নয়, পুরো দেশের ফুটবলপ্রেমীদের জন্যই এক অনন্য গর্বের মুহূর্ত। দেশের মাটি থেকে বহু দূরে থেকে নিজের প্রতিভা দিয়ে তিনি প্রমাণ করেছেন, সঠিক সুযোগ পেলে বাংলাদেশি ফুটবলাররাও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেন।

এখন দেখার অপেক্ষা, কাতারের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে কতটা আলো ছড়াতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার এই তরুণ। ফুটবলবিশ্বের চোখ এখন নাবিল ইরফানের দিকে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক