• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন

   ১০ জুন ২০২৫, ১১:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসীবিরোধী অভিযানের জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমন করতে ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। অন্যান্য বাহিনীকে সহযোগিতা করতে এই সেনাদের মাঠে নামানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর: রয়টার্স

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের বিস্তৃত এলাকায় ফেডারেল কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে যে সব বাহিনী কাজ করছে, তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে মেরিন সেনারা। এলাকাটিতে কার্যকর নজরদারি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী সরবরাহের অংশ হিসেবে তাদের মোতায়েন করা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর টাস্ক ফোর্স ৫১–এর আওতায় মোট ২ হাজার ১০০ জন ন্যাশনাল গার্ড সদস্য ও ৭০০ জন মেরিন সেনা দায়িত্ব পালন করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই বাহিনীর সদস্যরা উত্তেজনা নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বলপ্রয়োগের নীতিমালা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মেরিন সেনা মোতায়েনকে তিনি ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। নিউসম বলেন, ‘তারা (মেরিন সেনারা) আমাদের বীর। একজন একনায়কসুলভ প্রেসিডেন্টের বাস্তবতা-বিবর্জিত ইচ্ছা পূরণের জন্য তাদের নিজের দেশের নাগরিকদের মুখোমুখি দাঁড় করানো কখনোই উচিত নয়। এটা আমেরিকান আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।’

অন্যদিকে সান ফ্রান্সিসকো পুলিশ জানায়, গতকাল রবিবার শান্তিপূর্ণ বিক্ষোভ শেষ পর্যন্ত সহিংসতা ও ভাঙচুরে রূপ নেয়। পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পল ইয়েপ জানান, সংঘর্ষের সময় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

তিনি আরও জানান, বিক্ষোভস্থল না ছাড়ায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে আরও ১৪৮ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ছয়জন ছিলেন অপ্রাপ্তবয়স্ক। পরে ১৪৭ জনকে ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়াদের অর্ধেক সান ফ্রান্সিসকোর বাসিন্দা, বাকিরা শহরের।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত