• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মৃত্যুর আগে তানিন সুবহার পোস্ট ঘিরে রহস্য-জল্পনা

   ১১ জুন ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

চলচ্চিত্রের পর্দা ছেড়ে চিরবিদায় নিয়েছেন ঢালিউড অভিনেত্রী তানিন সুবহা। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। তবে লাইফ সাপোর্ট সরাতে অপেক্ষা ছিল স্বামীর সম্মতির। সেই অনুমতি পাওয়ার পরই তানিনকে পৃথিবীর মায়া থেকে মুক্তি দেওয়া হয়।

তানিনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে তার কিছুদিন আগের একটি ফেসবুক পোস্ট, যেটি তিনি লিখেছিলেন ১৯ মে। সেই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, আগে কখনো তাবিজ কিংবা কুফরি বিদ্যায় বিশ্বাস করতেন না, কিন্তু অসুস্থতার ভয়াবহ অভিজ্ঞতা তাকে বিশ্বাসী করে তুলেছে। 

অভিনেত্রীর ভাষ্য, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। ’

পোস্টের শেষদিকে তিনি আরও লেখেন, ‘শেষ চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।’ 

পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মন্তব্য করছেন সেই সময়ের কথা ভেবে, অনেকেই ভাবছেন কোনো অশরীরী শক্তির ইঙ্গিত ছিল কিনা।

একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘পোস্টের এক মাস না যেতেই চলে গেলেন। কতটা ভয়ঙ্কর ছিল পরিস্থিতি!’ অন্য একজন লিখেছেন, ‘মৃত্যুর আগে নিজের কষ্টের কথা বলে গেছেন—এটাই প্রমাণ করে কালো জাদু কতটা বিষাক্ত।’

গত ২ জুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তানিন সুবহাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে অবনতি ঘটতে থাকে। শেষপর্যন্ত চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তানিন সুবহা।

একজন শিল্পীর এমন অকাল প্রস্থান, তার মৃত্যুর আগে লেখা আবেগময় পোস্ট এবং তাতে উঠে আসা অজানা আশঙ্কা—সব মিলিয়ে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাস্তব জীবন কখন যে সিনেমার চেয়েও করুণ হয়ে ওঠে, তানিন সুবহার শেষ অধ্যায় যেন তারই এক নির্মম প্রমাণ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল