• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

১৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

   ১২ জুন ২০২৫, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে নারী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

বুধবার (১১ জুন) ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

যেসব বিশ্ববিদ্যালয় কমিটি পেয়েছে

ব্রাক ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, সাউথইস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কে ঢেলে সাজানো হচ্ছে, যাতে ২৪-এ গণঅভ্যুত্থানের মত দেশের যেকোনো সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বোচ্চ ভূমিকায় রাখতে পারে, যেভাবে ভূমিকা রেখেছিল ২৪ এর গণ অভুত্থানে। পর্যায়ক্রমে বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে জায়গা পেলেন যারা

ব্র্যাক ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন নাইমুর রহমান, সিনিয়র সহ সভাপতি আকাইদ হোসেন বিজয়, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল, সিনিয়র যুগ্ম সম্পাদক জিদান খান, সাংগঠনিক সম্পাদক মুজতবা মাহবুব প্রান্ত। 

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সভাপতি মো. আব্দুল হালিম, সিনিয়র সহ সভাপতি মারজান আহমেদ উচ্ছ্বাস, সাধারণ সম্পাদক সাগর হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিঠুন মিনহাজ, সাংগঠনিক সম্পাদক তাইশা আফরোজ মুনা। 

আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সভাপতি হয়েছেন সভাপতি রাশেদ মো. নাফিস হৃদয়, সিনিয়র সহ সভাপতি ফারুক আব্দুল্লাহ নাঈম (সিয়াম), সাধারণ সম্পাদক মো. লিসানুল আলম। 

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান শুভ, সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মাহবুব হিমেল, সাধারণ সম্পাদক এস. এম. সালমান ফারর্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশিক বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ. আরিয়ান।

সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান (সাদ), সদস্য সচিব মো. নাজমুস সাকিব।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন ইমরানুল হাসান রিমু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজোয়ান মন্ডল রেজা, সদস্য সচিব শাহরিয়ার কবির মিকাইল।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. মুবিন মোল্লাহ, সিনিয়র সহ সভাপতি রেজুয়ান রহমান তামিম, সাধারণ সম্পাদক কাজী মো. হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান পাশা, সাংগঠনিক সম্পাদক তাজওয়ার হাসিন জুবরাজ।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত ছোটন, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জিসান আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. জিসান।

প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন তাহসীন মো. চৌধুরী (অমিও), সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ কাওছার, সাধারণ সম্পাদক মো. ফাহিম বকসী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার (নারী নেতৃত্ব)।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ আকন্দ, সিনিয়র সহ সভাপতি মারুফ শাহারিয়া, সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মিত্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহেদ মল্লিক (শান্ত)।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রেজওয়ান রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডি. এস. তাওহিদ আহমেদ (স্বপ্নীল), সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রাব্বি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) ছাত্রদলের সভাপতি হয়েছেন আল আমানত কবির শাইক, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল আলীম পিয়াস, সাধারণ সম্পাদক রাতুল তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আল শাহারিয়ার রাফি, সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ হাসান।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) ছাত্রদলের সভাপতি হয়েছেন দুদুল তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো. মুনিফ সরকার শাদ, সাধারণ সম্পাদক শাবাব আনোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোফরাদুল ইসলাম সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা পায়েল (নারী নেতৃত্ব)।

বাংলাদেশ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন ইমাম হাসান জুয়েল, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাজিদুর রহমান সৌমিক, সাংগঠনিক সম্পাদক লিমন তরফদার স্বাধীণ।

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সভাপতি হয়েছেন রণি বর্মন, সিনিয়র সহ সভাপতি শিব্বির আহমেদ সজীব, সাধারণ সম্পাদক হাসান শাহারিয়ার শাওন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা মাহবুব সৌরভ, সাংগঠনিক সম্পাদক ফাতিমা আক্তার।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান নিশাত, সিনিয়র সহ সভাপতি মো. ইলিয়াস হাওলাদার, সাধারণ সম্পাদক এ. আর. নাজমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান চৌধুরী।

গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. নির্জন, সিনিয়র সহ সভাপতি মো. মামুন হোসেন খান, সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ আল রাইভার, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ।

এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. অন্তর, সাধারণ সম্পাদক মুসা ইব্রাহিম অনিক।

সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়ালিদ নাঈম, সিনিয়র সহ সভাপতি মারজুক আহম্মেদ হিমেল, সাধারণ সম্পাদক মো. লিংকন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ পিয়াল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
৬৯ উপসচিবকে একযোগে পদায়ন
৬৯ উপসচিবকে একযোগে পদায়ন