• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

তাবিথ আউয়ালের দুঃখ প্রকাশ

   ১৪ জুন ২০২৫, ০৬:১৯ পি.এম.
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে অনেক অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। বিক্ষুদ্ধ দর্শক গেইট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। গত ১০ জুন ম্যাচের দিন বেলা দুইটা থেকে স্টেডিয়ামে আসতে শুরু করেন দর্শকরা। ম্যাচ শেষে রাত ৯টায় স্টেডিয়াম থেকে বের হন তারা।

দীর্ঘ ৭ ঘণ্টার মতো প্রচন্ড গরমের মধ্যে স্টেডিয়ামে অবস্থান করলেও পানি, খাবার সংকটসহ নানা অসুবিধার সম্মুখীন হন ফুটবলপ্রেমীরা। এক লিটার পানি ৪০০ টাকা দিয়েও কেনার অভিজ্ঞতা হয়েছে তাদের। তাছাড়া গ্যালারিতে সিটিং ব্যবস্থাপনায়ও গড়বড় হয়েছে। এসব সমস্যার মধ্যে সাংবাদিকদের প্রেসবক্সে প্রবেশ করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে।

প্রেসবক্স ও ভিআইপি গ্যালারিতে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের সিঁড়ি আর ভিআইপিদের লিফট ব্যবহারের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়টি সাংবাদিকরা ভালো ভাবে নেননি। 

শনিবার (১৪ জুন) বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এজন্য বাফুফে’র পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল ছিল। আমি বাফুফের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আমরা সবাই একই। কারো সুবিধা নাই। প্রবেশ ও বের হবার জন্য লিফট-সিঁড়ি সবার জন্য সমান। এ রকম আর হবে না।’

সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার ব্যবস্থা কঠোর থাকা কারণে নানা সমস্যা হয়েছে জানান বাফুফে সভাপতি। তাছাড়া যেসব অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা ভবিষ্যতে আর যাতে না হয়, সে ব্যাপারে আরো সতর্ক থাকবে বাফুফে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা