• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রামগতি

কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করলেন জামায়াত-ছাত্রদলের নেতাকর্মীরা

   ১৬ জুন ২০২৫, ০৬:০৯ পি.এম.

লক্ষ্মীপুর প্রতিনিধি: 

নিজেদের পছন্দ অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছেন জামায়াত ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে রামগতি আহমদিয়া কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, উপজেলার রামগতি আহমদিয়া কলেজে আওয়ামী লীগের সময়ে করা আগের ম্যানেজিং কমিটি বাতিল করে বিএনপি-জামায়াতের লোক দিয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে দল দুটির নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন। আগের কমিটি বাতিল করে তাদের লোকজন দিয়ে নতুন ম্যানেজিং কমিটি করার জন্য এ আন্দোলন।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মীর আরাফাত, চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ, চরগাজী ইউনিয়ন জামায়াতের আমির আকবর হোসেন ও সেক্রেটারি মো. মোছলেহ উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জোড়ো হয়ে কলেজের ভেতরে প্রবেশ করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।

এসময় এক ঘণ্টার মতো কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা অবরুদ্ধ ছিলেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাধ্য হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন কলেজের অধ্যক্ষ শাহজাহান তালাশী। 

চরগাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মোছলেহ উদ্দিন বলেন, বিগত ১৬ বছর এক নায়কতন্ত্র চলছিল কলেজে। কলেজের উন্নয়ন ও ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়নে আমরা আগের কমিটি বাতিল চেয়েছি।

চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ বলেন, আওয়ামী লীগের লোকজন দিয়ে করা ম্যানেজিং কমিটি বাতিল করে আমরা নতুন কমিটির দাবি জানাতে গিয়েছিলাম।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি মীর আরাফাত বলেন, কলেজের ছাত্ররা আন্দোলন করছেন। খবর পেয়ে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ ছুটে আসলাম।ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করি। অধ্যক্ষসহ শিক্ষকরা আমাদের দাবি মেনে নিয়েছেন।

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.জামাল উদ্দীন বলেন, বিষয়টি তার জানা নেই। এখন শুনলাম। খবর নিচ্ছি।

এ বিষয়ে জানতে রামগতি আহমদিয়া কলেজের অধ্যক্ষ শাহজাহান তালাশীর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, আমিও শুনছি মাত্র। তবে কলেজ কর্তৃপক্ষ আমাকে এখনো জানায়নি। তারা জানালে আইনগত দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই