• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সস্ত্রীক সাক্ষাৎ

   ২০ জুন ২০২৫, ১০:০৭ পি.এম.

নিউজ প্রতিবেদক: 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রসটার। এ সময় তার সঙ্গে রাষ্ট্রদূতের স্ত্রীও ছিলেন।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা প্রায় চার মাসের চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফিরেন। গত বুধবার (১৮ জুন) তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য স্থিতিশীল আছে। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃৎপিণ্ডসহ নানা ধরনের জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী