• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরুল হুদাকে হেনস্তা মব নয়, এটি ন্যায়সঙ্গত জনরোষ: সাইয়েদ জামিল

   ২৬ জুন ২০২৫, ০৪:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশানার নুরুল হুদাকে হেনস্তার ঘটনা মব নয়, ন্যায়সঙ্গত জনরোষ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সির্বাহী সদস্য, কবি ও চিন্তাবিদ সাইয়েদ জামিল।

বৃহস্পতিবার ( ২৬ জুন) তিনি ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক পোস্টে এ কথা বলেছেন।

পোস্টে তিনি বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ছবিটি শেয়ার ক'রে কবি ও বুদ্ধিজীবী ব্রাত্য রাইসু লিখেছেন, সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ও তারে জুতা মারা ঘটনারে যারা বিপ্লব মনে করেন, তারাই জুলাই-আগস্ট বিপ্লবরে প্রশ্নবিদ্ধ করতেছেন। আবার শেষ প্যারায় উনি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করতেছেন, 'এই ঘটনা বিপ্লব নাকি মব?'

‘আমি রাইসু ভাইয়ের পোস্টে একটা ছোটো মন্তব্য করেছি। মন্তব্যে লিখেছি, এই ঘটনা কোনোভাবেই মব না, বরং এই ঘটনা বিপ্লব। সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ও তারে জুতা মারার দৃশ্য ও ঘটনা আগামী ৫০ বছর পর্যন্ত সমাজে বর্তমান থাকবে। আগামী দিনের কোনো নতুন সিইসি যখন সরকারের গোলামী করতে যাবে তখন এই দৃশ্য ও ঘটনা তাকে প্রহার করবে৷ ফলে সে সংযমী হতে বাধ্য হবে।’

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, ‘আর আমরা যারা এই ন্যায়সঙ্গত জনরোষকে মব নয়, বিপ্লব মনে করতেছি তারা জুলাই-আগস্ট বিপ্লবরে প্রশ্নবিদ্ধ নয়, বরং জুলাই-আগস্ট বিপ্লবকে স্বীকৃতি দিচ্ছি ও জারি রাখতেছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

তাঁর এই পোস্টটিতে সংহতি জানিয়ে শেয়ার করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টচার্য।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ