• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‘বর্তমানে ডাস্টবিন শব্দটি রাজনীতির সঙ্গে ম্যাচ করেছে’

   ২৯ জুন ২০২৫, ০১:২১ পি.এম.
গোলাম মাওলা রনি। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান সময়টিতে ডাস্টবিন শব্দটি রাজনীতির সঙ্গে ভীষণভাবে ম্যাচ করেছে। বিভিন্ন মানুষের সঙ্গে ডাস্টবিন নাম সংযুক্ত করা, কাউকে অপছন্দ হলে সেই নামের সঙ্গে অমুক না ডাস্টবিন তমুক না ডাস্টবিন ইত্যাদি ট্যাগ দেওয়া হয়। দেশ এবং দেশের বাইরের বাঙালিরাও এইসব স্লোগান তুলছেন ব্যাপকহারে। আর এসবের মনস্তাত্বিক যে বিশ্লেষণ সে বিশ্লেষণের উপরই আগামীর রাজনীতি নির্ভর করছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এ কথা বলেন তিনি।

বর্তমানে ডাস্টবিন শব্দটি রাজনীতির সঙ্গে ম্যাচ করেছে বলে মতামত দিয়ে রনি বলেন, ডাস্টবিনের পরেই সান্ডা শব্দটি এই মুহূর্তে খুব প্রচলিত। সান্ডা এমন একটা প্রাণী যা মরু অঞ্চলে থাকে। আমাদের দেশের অনেকটা টিকটিকির মত বড় আকারের।

কুমিরও নয়, টিকটিকও নয়, গুইশাপ নয়। ভীষণ রকম দেখতে বিশ্রী। এই সান্ডা আরব দেশের লোকেরা খায়। এটি হালাল প্রাণী।

কিন্তু দেখতে একরকম অরুচিকর। এখন আমাদের এই সমাজে কাউকে পছন্দ না হলে বলা হচ্ছে সে একটা সান্ডা। মানে যেকোন মানুষকে মনে হচ্ছে সে সান্ডার চাইতেও নিকৃষ্ট।
রনি আরো বলেন, আরেকটি শব্দ নিমডা যা বিখ্যাত বাহুবলী সিনেমার একটা ডায়লগ। নিমডা শব্দের অর্থ হল তোমাকে মারবো।

আই উইল কিল ইউ। ফিনিশ ইউ। তোমাকে একেবারে শেষ করে দেব। এরপর আরো অনেক শব্দ রয়েছে, যেমন - টেলমি, মইনুস সুকুর এ শব্দগুলোও ব্যবহৃত হচ্ছে রাজনীতিতে।
রনি এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলেন, ঢাকার দক্ষিণ সিটির মেয়র পদের জন্য ইশরাক হোসেন আন্দোলন করছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে আমাকে সরকার শপথ না পড়ালে আমি নিজেই শপথ পড়বো। এখন ইশরাককে অপমান করার জন্য একদল যুবক বাহুবলী সিনেমার এই ডায়লগটি অনেকটা স্যাটায়ারের কায়দায় প্রচার করেছে, যার প্রথম শব্দ নিমডা। আর এই ডায়লগটির কারণে এখন জনাব ইশরাক এতটা বিব্রতকর অবস্থায় পড়েছে যে তাকে দেখলে বিরোধী পক্ষ নিমডা শব্দ বলতে থাকে।

এগুলোই হলো বর্তমান রাজনীতির স্লোগান এবং পরিচয় বলে রনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছর, দশ বছর রাজনীতি কেমন যাবে তা খুব সহজেই বলে দেয়া সম্ভব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি