টপ নিউজ
দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
৪ জুলাই ২০২৫, ০২:৩৭ পি.এম.


হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী।
বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বলা হয়, ১৭৬টি ফ্লাইটে হাজি ফিরেছেন, যার মধ্যে বিমান বাংলাদেশের ৮২টি, সৌদিয়ার ৭১টি ও ফ্লাইনাসের ২৩টি ফ্লাইট রয়েছে। ইতোমধ্যে ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনা হয়েছে।
এ বছর হজে গিয়েছিলেন ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। বর্তমানে আরও ২২ জন হাজি সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন।
ভিওডি বাংলা ডিআর