• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টঙ্গীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

   ৫ জুলাই ২০২৫, ০৩:৫৬ পি.এম.
মানববন্ধনে উপস্থিত ছাত্রলীগ নেতা যোবায়ের, দ্বীন আমিন ও সিয়াম (বাম থেকে)। ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মিরাজুল ইসলাম খান মিরাজ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ৫১ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, স্থানীয় তেল ব্যবসায়ী বজলুর রহমান নিষ্ক্রিয় ও বিতর্কিত বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই মানববন্ধনের আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগের ৫১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক যোবায়ের, গণনা ও প্রকাশনা সম্পাদক সিয়াম, কর্মী দ্বীন আমিন, রিয়াদসহ অনেকে।

জানা গেছে, গত ৩০ জুন বজলুর রহমানের বাসার নির্মাণকাজ সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজের সঙ্গে বাকবিতণ্ডা হয়। মিরাজের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে ডেকে এনে ছাত্রলীগের নেতাকর্মীরা অপমান ও ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে বজলুর রহমান টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করলে পুলিশ মিরাজের পিতাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, "মিরাজ ছাত্রদলের দুঃসময়ের পরীক্ষিত কর্মী। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে।" তিনি আরও জানান, বজলুর রহমানের সঙ্গে মিরাজের পূর্বে ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই দ্বন্দ্বকে রাজনৈতিক রূপ দিয়ে তাকে কোণঠাসা করা হচ্ছে। ডামি নির্বাচনের সময় মিরাজ ৬৪ দিন কারাবন্দি ছিলেন এবং তার পরিবারও নির্যাতনের শিকার হয়েছে।

ঘটনার বিষয়ে মানববন্ধনের আয়োজক বজলুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বজলুর রহমানের মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মানববন্ধন কেন এবং কারা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা