• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ — নাহিদ ইসলাম

   ৭ জুলাই ২০২৫, ০৯:৪২ এ.এম.
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্টের আন্দোলনে লক্ষ্য ছিল গণভবন; এবার লক্ষ্য জাতীয় সংসদ— জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের পুনর্গঠনের জন্য আসন্ন নির্বাচনে তরুণদের বিজয় নিশ্চিত করতে হবে।

রোববার (৬ জুলাই) রাতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। আজ আমাদের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন। গণভবন আমরা জয় করেছি, এবার জাতীয় সংসদও আমরা জয় করব। সামনে তরুণদের বিজয় উদ্‌যাপনের সময় আসছে।

তিনি আরও বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। আমার ভাই আবু সাঈদ পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল। রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন নয়, বরং সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের অভ্যুত্থানের পর বিভিন্ন মহলের ষড়যন্ত্র সংস্কারের পথ রুদ্ধ করে দিয়েছে। আমরা স্বীকার করি, আমাদের ভুল ছিল, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজ আমরা শপথ করছি— আর কোনো ভুল করব না, কোনো ষড়যন্ত্রকারীদের সুযোগ দেব না।

তিনি স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি গড়ার আহ্বান জানিয়ে বলেন,  নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচারের সুরাহা হতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। নতুন সংবিধান দেখতে চাই। বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি— আমরা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান উপহার দেব।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই— তাদের দেখিয়ে দিতে হবে, ৩ আগস্ট আবার একত্র হব মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে। যারা জুলাইকে সংবিধানে বা আইনি কাঠামোয় স্থান দিতে চায় না, তারা আসলে মুজিববাদের পাহারাদার। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নাহিদ ইসলামের মতে, এটাই সময়— নতুন প্রজন্মের নেতৃত্বে, জনগণের ইচ্ছাশক্তিতে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম