• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং

   ৭ জুলাই ২০২৫, ০৩:৫০ পি.এম.
১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং

রাজৈর (মাদারীপুর)  প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ গ্রামের জলকর টু পশ্চিম মাঠ আঞ্চলিক সড়কের দুরবস্থা যেন কোনো শেষ নেই। দীর্ঘ ১২ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হলেও আজও পাকা হয়নি সংযোগ সড়কটি, ফলে এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা পাকা করার আশ্বাস দিলেও বাস্তবে তা আজও আলোর মুখ দেখেনি। সড়কের কিছু অংশে ইট সলিং করা হলেও বেশিরভাগ অংশ এখনও কাঁচা রয়ে গেছে। এমনকি সম্প্রতি ব্রিজটির রেলিং-ও ধসে পড়তে শুরু করেছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ মেম্বারকে দায়ী করে এলাকাবাসী বলেন, তিনি একাধিকবার রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। এমনকি এ রাস্তার জন্য ১ কোটি টাকার বাজেট বরাদ্দের কথাও শোনা যায়, কিন্তু বাস্তবে তেমন কোনো কাজ হয়নি।

স্থানীয় ইটালি প্রবাসী মোঃ আসিফ বাঘা জানান, “আমরা কয়েকজন প্রবাসী মিলে একাধিকবার রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করেছি। কিন্তু বর্ষাকালে এই সড়কে বিপজ্জনক বিষধর সাপের উপদ্রব দেখা দেয়, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।”

পশ্চিম মাঠ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, “বৃষ্টির দিনে কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। তখন স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সঠিকভাবে চলাচল করতে না পারায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়।”

স্থানীয় আলেম সমাজ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ দূর করে দ্রুত সড়কটি পাকা করে জনগণের চলাচল উপযোগী করে দেওয়া হোক।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই