• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক    ১১ জুলাই ২০২৫, ০৯:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিক, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে সতর্ক করেছে। চলমান আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে এ সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ইরানে এখনো মার্কিন নাগরিকদের নির্বিচারে আটক রাখার প্রবণতা রয়েছে। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা গ্রেপ্তার, হয়রানি কিংবা দীর্ঘদিন আটক থাকার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন।

তিনি জানান, বর্তমানে অন্তত তিনজন মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বন্দি রয়েছেন। এ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। গত ২২ জুন ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানি কর্মকর্তারা স্বীকার করেছেন, এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর পাল্টা জবাবে ইরান কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার