• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ছাত্রদল নেত্রী উর্মিকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

   ১৫ জুলাই ২০২৫, ০৪:২১ পি.এম.
জান্নাতুল নওরীন উর্মি

বরিশাল প্রতিনিধি 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতিমা নাজিব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। ৩০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদেশ দিয়েছেন।

উর্মি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী।

তার আইনজীবী মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার (৭ জুলাই) হাইকোর্টের বেঞ্চ জান্নাতুল নওরীন উর্মির ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন। বিচারিক আদালতের আদেশে আমরা সন্তুষ্ট। আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত নওরীনকে পুনরায় পড়াশোনায় অংশগ্রহণের সুযোগ দেবে।

জান্নাতুল নওরীন উর্মি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিলাম। অথচ রাজনৈতিক পরিচয়ের কারণে আমাকে বঞ্চিত করা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তারা আমার অনুরোধ উপেক্ষা করায় আদালতের স্মরণাপন্ন হতে হয়েছে।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ও ফেসবুকে লেখালেখি করায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উর্মিকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধা দেয়। উর্মিকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে তার বাবা থানায় ১৭ মার্চ ২০১৮ সালে সাধারণ ডায়েরি করেন।  ২০২০ সালে ১৪ ই ফ্রেব্রুয়ারি ছাত্রদলের মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হওয়ায় ২০২০ সালের ১ মার্চ তার ওপর হামলা হয়। ঘটনার ১০ দিন পর ২০২০ সালের ১১ মার্চ গণিত বিভাগের শিক্ষক সুজিত বালাকে প্রধান আসামি করে বরিশালের বন্দর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলা নং ২৪৮/২১ মামলার অন্য আসামিরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আলিম সালেহী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম, ষষ্ঠ ব্যাচের আবদুল্লাহ ফিরোজ, পঞ্চম ব্যাচের হাফিজ ও আসাদুজ্জামান আসাদ।

এ ঘটনার পর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ এনে ছাত্রত্ব বাতিল করা হয়েছিল জান্নাতুল নওরীন উর্মির। তবে আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর উপাচার্য বরাবর আবেদন জানান নওরীন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ৩ ডিসেম্বর একটি আইনগত নোটিশ পাঠানো হয়। পরে প্রশাসন ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে। তবে আশ্বাসের পরও তাকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মিকে ছাত্রত্ব ফিরিয়ে দিতে আদালতের নির্দেশনার কোনো কাগজ এখনো আমরা পাইনি। পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ