টপ নিউজ
গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত
১৬ জুলাই ২০২৫, ১০:১৯ পি.এম.


ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারির পর আগামীকাল বৃহস্পতিবার সকালে হতে যাওয়া এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্য জেলার পরীক্ষা যথারীতি চলবে। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা শিক্ষা বোর্ড।
জানা গেছে, আগামীকাল সকালে ভূগোল (তত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা রয়েছে। সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষার পরিবর্ততি সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমপি