• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

   ১৯ জুলাই ২০২৫, ০৩:৩৮ পি.এম.
আরফাতুল ইসলাম চৌধুরী ইমরান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ও ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য আরফাতুল ইসলাম চৌধুরী ইমরান (৩৬) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরান বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ জানায়, ইমরান বাঁশখালীতে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। এর আগে, গত বছরের ৩ নভেম্বর ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আনুকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায়ও তিনি জেলহাজতে ছিলেন। এছাড়া গ্রাম্য সালিশের নামে অর্থ আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা, অপহরণ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা