• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমান-বাবরের খালাসের আপিল শুনানি আজ

আদালত প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ১০:৪০ এ.এম.
তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় বিএনপি নেতা তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ (রোববার, ২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই আপিলের শুনানি তালিকাভুক্ত রয়েছে। এর আগে ১৭ জুলাই শুনানি শুরু হয় এবং পরে তা ২৪ জুলাইয়ের জন্য মুলতবি করা হয়। তবে ওইদিন শুনানি না হওয়ায় আজ ফের শুনানির দিন ধার্য হয়।

গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট থেকে দুইটি পৃথক মামলায়—হত্যা ও বিস্ফোরক মামলায়—তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের খালাস দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় দেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে এবং আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ গত ১ জুন সেই আবেদন মঞ্জুর করে। আজকের শুনানি সেই আপিলের ধারাবাহিক অংশ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন শতাধিক। প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক যুবদল নেতা মামুন হাসান কারাগারে
সাবেক যুবদল নেতা মামুন হাসান কারাগারে
হাইকোর্টের ২৫ নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ
হাইকোর্টের ২৫ নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি শুরু