• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কেন্দুয়ায় ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৪:০৩ পি.এম.

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম' (এসইডিপি) পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর চৌধুরী, রোয়াইল বাড়ি ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আলী উসমান, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন প্রমুখ। 

অনুষ্ঠানে এসইডিপি কর্তৃক উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।

এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও দায়িত্ববোধ বাড়াবে বলে বক্তারা মত দেন। এসইডিপি প্রকল্পের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এ ধরনের আর্থিক সহায়তা প্রকৃতপক্ষে দেশের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার একটি কার্যকর পদক্ষেপ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু